রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নন্দীগ্রামে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বেলা ২ টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে উপজেলার দলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম ও থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …