সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাসকারীদের সাথে রানার ঈদ শুভেচ্ছা বিনিময় 

নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাসকারীদের সাথে রানার ঈদ শুভেচ্ছা বিনিময় 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে বসবাসকারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও তাঁদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে বসবাসকারী শিশুসহ সব বয়সি নারী-পুরুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করি। ঈদের আনন্দ থেকে কেউ যেনো বঞ্চিত না থাকে সেইজন্য আমি এই উদ্যোগ গ্রহণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছি।

সেসময় তার সাথে আওয়ামী লীগ নেতা অরুন জ্যোতি, কামরুল হাসান, জুলফিকার আলী ও তারেক হোসেনসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি শনিবার ও রবিবার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …