বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পোস্টার

নন্দীগ্রামে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পোস্টার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পোস্টার লাগানো হয়েছে। এ নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। উপজেলার শিমলা বাজারে আসলে পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্যরা পোস্টার লাগিয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেছেন, উপজেলার শিমলা বাজারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানোর কথা শুনে সেখানে গিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।


স্থানীয়রা জানিয়েছে, ২৩ মার্চ দিবাগত রাতে শিমলা বাজারে বিভিন্ন দোকানের দেয়ালে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পোস্টার লাগানো হয়। ২৪ মার্চ এলাকাবাসী তা দেখতে পায়। পূর্ব বাংলা সর্বহারা পার্টির পোস্টার লাগানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিমলা বাজারের নৈশপ্রহরী চাঁন মিয়া জানান, ২৩ মার্চ দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে ৫/৬ জন মুখোশধারী লোক পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে দেয়ালে পোস্টার লাগায়।

তখন তারা আমাকে চুপচাপ থাকতে বলে। পোস্টার লাগানোর পর তারা পশ্চিম দিকে চলে যায়। আতঙ্ক ছড়ানোর জন্য কোনো দুষ্টচক্র এ কাজ করেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …