বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে পূজা উদযাপন পরিষদ ও ব্রাহ্মণ সংসদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নন্দীগ্রামে পূজা উদযাপন পরিষদ ও ব্রাহ্মণ সংসদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম :

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উপজেলা শাখার যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে নন্দীগ্রাম শ্রীশ্রী কালীমাতার মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহসভাপতি ভারত চন্দ্র, মহানন্দ রায়, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, সদস্য গোবিন্দ চন্দ্র, অনয় কুমার ভোলা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উপজেলা শাখার সহসভাপতি শশাঙ্ক চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার চক্রবর্তী প্রমুখ। 

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …