মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে পুলিশ-সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

নন্দীগ্রামে পুলিশ-সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে পুলিশ-সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষার জন্য পিপিই বিতরণ করেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা। ৩১শে মার্চ দুপুরে রানার চত্বরে তার অফিসে এই পিপিই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল প্রমুখ। এরপর থানা পুলিশের মাঝে পিপিই বিতরণ করা হয়। বগুড়া জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা বলেন, করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য পুলিশ-সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তাদের সুরক্ষার কথা ভেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি সাংবাদিকদের পাশে আছি এবং থাকবো।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …