রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে পুলিশের অভিযানে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যসহ ৫ জুয়ারি গ্রেপ্তার 

নন্দীগ্রামে পুলিশের অভিযানে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যসহ ৫ জুয়ারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম গোলাপসহ ৫ জুয়ারি গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের হাটলাল গ্রামের ধাপপাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাটলাল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম গোলাপ (৫৩), মকবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৫১), মৃত মোহাম্মদ আলীর ছেলে ওবাইদুল হক (৩৫), আব্দুর রশিদের ছেলে জাহিদ হোসেন (২১) ও নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বিবির আধখোলা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৩৬) কে গ্রেপ্তার করে। সেসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১৬ হাজার ৩৬৭ টাকাসহ সরঞ্জামাদি উদ্ধার কর হয়। 

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, জুয়ারিদের বিরুদ্ধে থানায় নিয়মিত একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাদেরকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …