নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নন্দীগ্রামে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টমূলে ১৬ জনকে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (০৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে। 

গ্ৰেপ্তারকৃতরা হলেন, উপজেলার ফোকপাল গ্ৰামের জাহাঙ্গীর আলম, ঢাকইর গ্ৰামের মিজানুর রহমান, আমড়া গোহাইল গ্ৰামের আরিফ হাসান লেবু, ধুন্দার গ্রামের এরশাদ আলী, পারশুন গ্ৰামের শাহজাহান আলী, 

বিশা গ্ৰামের হাফিজুল ইসলাম, একই গ্ৰামের মেহেদী হাসান, কৃষ্ণপুর গ্রামের সিদ্দিকুর রহমান, বিলসা গ্ৰামের মহসিন আলী, ভাগবজর গ্ৰামের অবিলা বেগম, 

বেলঘরিয়া গ্ৰামের হারেজ আলী, একই গ্ৰামের শাহজাহান আলী, রিধইল গ্ৰামের দুদু মিয়া, একই গ্ৰামের গোলাম মোস্তফা, বিজরুল গ্ৰামের বুলু মিয়া ও মুরারীদিঘী গ্ৰামের সোহাগ উদ্দিন।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, বিভিন্ন মামলায় তাঁদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার কর। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *