নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার হয়েছে। নন্দীগ্রাম থানা ও কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত পৃথক ৫টি টিম মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতব্যাপি ইউনিয়ন ভিত্তিক চিরুনি অভিযানে সিআর মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত ১ আসামি, জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ ও সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নন্দীগ্রাম কলেজপাড়ার হিরেন্দ্রনাথ সরকারের ছেলে পুলক কুমার সরকার, বিশা গ্রামের কবেজ উদ্দিনের ছেলে আবু হানিফ, কাথম গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল বারীক, ভদ্রদিঘী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে নায়েব আলী, তেঘরী গ্রামের মৃত লোকমান আলীর ছেলে আব্দুর রউফ, ছোট ডেরাহার গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন, নন্দীগ্রামের তীতুমিরের স্ত্রী শাহেলী বেগম, থালতা মাঝগ্রামের সাহেব আলীর ছেলে জহুরুল ইসলাম ও আগাপুর গ্রামের আকবর আলীর ছেলে (সাজাপ্রাপ্ত আসামি) আমজাদ হোসেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …