সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে পুত্রবধু ধর্ষণ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে মামলা

নন্দীগ্রামে পুত্রবধু ধর্ষণ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে মামলা

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে পুত্রবধু ধর্ষণ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ১৬ ডিসেম্বর থানায় মামলাটি দায়ের করেছে পুত্রবধু নিজেই। জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের ৫০ বছর বয়সী বাচ্চু মিয়ার কুনজর পড়ে তার ২১ বছর বয়সী পুত্রবধুর প্রতি।

গত ১০ ডিসেম্বর সকাল আনুমানিক ১০ টায় তার পুত্রবধু একাই বাড়িতে ছিলো। এই সুযোগে লম্পট বাচ্চু মিয়া তার পুত্রবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। ১৬ ডিসেম্বর পুত্রবধু নিজেই বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ধর্ষণের অভিযোগে তার শ্বশুর বাচ্চু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

ওসির দায়িত্বে থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার জানান, পুত্রবধু ধর্ষণ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। লম্পট শ্বশুরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …