সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ 

নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ হয়েছে। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের আব্দুল বাছেদ মাস্টার তার মালিকানাধীন দেওতা মৌজার ১০৯৭ দাগের ১ একর ৯৭ শতক পরিমাণের পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছে।  

এমতাবস্থায় গত বৃহস্পতিবার (২৭ জুলাই) গভীর রাতে কেবা কাহারা শত্রুতামূলকভাবে উক্ত পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তার আনুমানিক আড়ই লাখ টাকার মাছ নিধন হয়ে যায়। 

এ বিষয়ে গত শুক্রবার (২৮ জুলাই) আব্দুল বাছেদ মাস্টার বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

রবিবার (৩০ জুলাই) জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আব্দুল বাছেদ মাস্টার তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছে। তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …