বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে সাদিকুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। রোববার (২৫ জুন) দুপুরে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্ৰামে এ ঘটনা ঘটে। সে ওই গ্ৰামের হাবিবুর রহমানের ছেলে। ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু জানান, দুপুর ২টার দিকে শিশু সাদিকুর রহমান বাড়ির বাইরে খেলাধুলা করছিলো। খেলাধুলার পর কোনো এক সময় সে পুকুরের পানিতে নামে।

কিছুক্ষণ পর তাঁর মাসহ পরিবারের সদস্যরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাঁকে খুঁজে পায়নি। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশু সাদিকুর রহমানের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

আরও দেখুন

নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে গাঁজা সহ হোসেন আলী (৩৮) ,শরীফ ইসলাম (৩২) এবং সবুজ আলী(২৭) নামের তিন …