শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

নন্দীগ্রামে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক:
বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। আরও তিনজন গুরুতর আহত হয়। সোমবার (১৩ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের দামগাড়া গ্রামের আবু তালেবের ছেলে সিএনজি চালক হেফজুল ইসলাম (৪৫), নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজুল ইসলাম (২২) ও নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে নন্দীগ্রাম হতে যাত্রীবাহী একটি সিএনজি বগুড়ার দিকে যাচ্ছিলো। সেসময় কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছে। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছে। পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …