নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে পিইপির উদ্যোগে ১২০টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে নন্দীগ্রাম শহরের বেলঘরিয়াস্থ পিইপির কার্যালয় চত্বরে পিইপির জেলা মাঠ সমন্বয়কারী সুলতান মাহমুদের সভাপতিত্বে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম মিডিয়া সেন্টারের সভাপতি ফজলুর রহমান ও পিইপির ইউনিয়ন সমন্বয়কারী উজ্জ্বল হোসেন প্রমুখ।
প্রতিটি পরিবারের মাঝে ১টি নারিকেল গাছের চারা, ১টি আম্রপালি গাছের চারা ও ১টি মেহগনি গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়াও ৩টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে অন্যান্য সহায়তা বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) একটি জাতীয় পর্যায়ে অলাভজনক বেসরকারি সংস্থা। সংস্থাটি শুধুই দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সময় নিঃস্বার্থভাবে সহায়তা প্রদান করে আসছে।