সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে পারিবারিক কলহে এক নারীর আত্মহত্যা

নন্দীগ্রামে পারিবারিক কলহে এক নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহে শারমিন আকতার (২২) নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের রায়পুর কুস্তা গ্রামের শাহ আলীর মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে পরিবারের লোকজন শয়ন ঘরের তীরের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, ৫ বছর পূর্বে শারমিন আকতারের বিয়ে হয়েছিলো। তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ৩ মাস পূর্বে তাদের বিচ্ছেদ ঘটে। এ নিয়ে পরিবারের সাথে তার কলহ সৃষ্টি হয়। যে কলহের জেরধরে সে আত্মহত্যা করেছে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …