শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে পশু কোরবানী ও বর্জ্য অপসারণ বিষয়ে সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে পশু কোরবানী ও বর্জ্য অপসারণ বিষয়ে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল আযহায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানী ও বর্জ্য অপসারণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, থানার এসআই বিকাশ চক্রবর্তী, ইমাম মাও. শাহজালাল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ ও চামড়া ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ।

উক্ত সভায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা উদযাপন এবং নির্দিষ্ট স্থানে পশু কোরবানী ও বর্জ্য অপসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …