নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ওয়ারেন্টমূলে পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই শাহ সুলতান ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ জুন সন্ধ্যায় নন্দীগ্রাম কলেজপাড়া হতে আল-তৌফিক (২৮) কে গ্রেপ্তার করে।
সে নন্দীগ্রাম পৌর এলাকার বেলঘড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় সিআর মামলার ওয়ারেন্ট ছিলো। সে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়। ১৬ জুন থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …