নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম(বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। এছাড়াও সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …