সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত 

নন্দীগ্রামে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, নন্দীগ্রাম থানা, কুন্দারহাট হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ, নন্দীগ্রাম প্রেস ক্লাব, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

সকাল ৭টায় ১মিনিট নীরবতা পালন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সহকারী কমিশনার (ভৃমি) রোহান সরকার, বাংলাদেশ পুলিশ নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর আলী, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, জামায়াত নেতা নুরুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলালসহ আরো অনেকই। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নন্দীগ্রাম উপজেলা মডেল মসজিদের খতিব সাইদুল ইসলাম। 

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু বিজয় মেলা উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে অন্যান্য কর্মসূচি পালন করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়াও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান মহান বিজয় দিবস পালন করেছে।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …