মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে নানা আয়োজনে যুব দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নন্দীগ্রামে নানা আয়োজনে যুব দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বগুড়া,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ। 

সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, জাহাঙ্গীর আলম সবুজ, যুব দল নেতা জামাল হোসেন, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম শাহীন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুব দলের নেতৃবৃন্দ। 

এরপর সকাল ১০টায় উপজেলা ও পৌর যুব দলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। বাদ জোহর নামুইট হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখাানায় শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, শহীদ জিয়াউর রহমানের পরিবার ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন ও উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা। সেসময়ও উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুব দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও দেখুন

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …