নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ঈশ্বরদীর আয়োজনে নন্দীগ্রাম উপজেলার কদমা গ্রামে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত বিনাধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. আব্দুল মালেক, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু। উক্ত অনুষ্ঠানে আমন ধান চাষিরা অংশগ্রহণ করে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …