বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর যোগদান

নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর যোগদান

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু যোগদান করেছেন। রবিবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। 

সেসময় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। তিনি এরপূর্বে নওগাঁ জেলার মান্দা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

উল্লেখ্য, সম্প্রতি ঊর্ধাতন কর্তৃপক্ষ নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে বদলি করে দেন। তার স্থলে নওগাঁ জেলার মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুকে নন্দীগ্রামে বদলি করে দেয়। তিনি যোগদান করার পূর্বে কিছুদিন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …