রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ

নন্দীগ্রামে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রæয়ারি সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম পৌরসভা চত্বরে নন্দীগ্রাম পৌরসভার সচিব আব্দুল বাতেনের সভাপতিত্বে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি শফিউল আলম ছবি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, সহকারী শিক্ষক আলাউদ্দিন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

ব্যাপক উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *