বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ

নন্দীগ্রামে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রæয়ারি সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম পৌরসভা চত্বরে নন্দীগ্রাম পৌরসভার সচিব আব্দুল বাতেনের সভাপতিত্বে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি শফিউল আলম ছবি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, সহকারী শিক্ষক আলাউদ্দিন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

ব্যাপক উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন।

আরও দেখুন

চিকিৎসার জন্য ডিজি যেই কথা বললেন

নিজস্ব প্রতিবেদক……………………দেশের সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দুর করতে নতুন করে ৫হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *