নীড় পাতা / টপ স্টোরিজ / নন্দীগ্রামে নতুন করে মেয়রসহ ১০ জন হোম কোয়ারেন্টাইনে

নন্দীগ্রামে নতুন করে মেয়রসহ ১০ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদেশ ফেরত নতুন করে নন্দীগ্রাম পৌরসভার মেয়রসহ ১০ জনকে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১২ মার্চ থেকে এ পর্যন্ত এই উপজেলায় ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

বুধবার দুপুরে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা নিশ্চিত করেছেন বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবীদ সাহারুল ইসলাম। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সদ্য ভারত থেকে ফেরা নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, প্যানেল মেয়র আনিছুর রহমান, উপজেলার পাটগাড়ী গ্রামের আবুল কালাম, বাঁশো গ্রামের রোজিনা বেগম, মালয়েশিয়া থেকে ফেরা বিশারপাড়া গ্রামের ইউসুফ আলী, ভাটরা গ্রামের গোলাম মোস্তফা, কাতার থেকে ফেরা কবিপাড়া গ্রামের শফিকুল ইসলাম, সৌদি আরব থেকে ফেরা থালতা মাজগ্রামের আব্দুল বারী, মাঞ্জুমা বেগম ও আটান গ্রামের আনছার আলী।

এ নিয়ে ৬ দিনে এই উপজেলায় মোট ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, করোনাভাইরাস সংক্রমণে সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মীরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। বিদেশ থেকে ফেরা কেউ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

রাণীনগরে নিষিদ্ধ রিংজাল ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক: রাণীনগর: নওগাঁর রাণীনগরে খাল থেকে প্রায় ৬০০মিটার  নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে …