শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ধান বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু

নন্দীগ্রামে ধান বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ধান বোঝাই ব্যাটারি চালিত ভ্যানের চাপায় জাহিদ হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। গত শুক্রবার বেলা ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান তার সহপাঠিদের সাথে বাড়ির পার্শ্বে রাস্তার ধারে খেলাধুলা করছিল। ওই সময় সে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তখন ব্যাটারি চালিত একটি ধান বোঝাই ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভ্যানটি আটক করেছে। তিনি আরও জানান দূর্ঘটনার পর পরই ভ্যান চালক পালিয়ে যায়।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …