নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম ঃ বগুড়ার নন্দীগ্রামে ধানক্ষেত থেকে কৃষক ফজলুর রহমানের (৫০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফজলুর রহমান উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে নিহতের বাড়ি থেকে চার কিলোমিটার দূরে আমড়া গোহাইল গ্রামের নজরুল ইসলামের গভীর নলকুপের পশ্চিম পার্শ্বের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে ফজলুর রহমান বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বাজার করে সে পরিচিত লোক মারফত বাজারের ব্যাগ বাড়িতে পাঠায়। তারপর রাতে সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে রবিবার সকালে শ্রমিকরা ধান কাটতে গিয়ে ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। এরপর ইউপি সদস্য বিষয়টি থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় নিহতের পরিবারের লোকজন মরদেহ দেখে ফজলুর রহমানের বলে সনাক্ত করে। নিহতের স্ত্রী আরজুমান বেগম জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। তাকে খুন করার মত কোন শত্রæ নেই। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানিয়েছে, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …