রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে ধর্ষণ মামলায় স্বামী আটক

নন্দীগ্রামে ধর্ষণ মামলায় স্বামী আটক


নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণ মামলায় স্বামী সুমন শেখ (২১) গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমন শেখ একই গ্রামের ২০ বছর বয়সী এক যুবতীর সাথে প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে। এমন সম্পর্কের কারণে গত বছরের ২৮ নভেম্বর দিবাগত রাতে সুমন শেখ ওই যুবতীকে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ১৭ ডিসেম্বর ওই যুবতী সুমন শেখের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে।

মামলাটি তদন্ত চলাকালেই সুমন শেখ ওই যুবতীকে বিবাহ করলেও তাকে স্ত্রীর মর্যাদা দেয় না। এরপর বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরমোহাম্মদকে অবহিত করেন। তারপর ২ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক সাড়ে ৩ টায় এসআই নুরমোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে সুমন শেখকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুরমোহাম্মদের সাথে কথা বললে তিনি বলেন, সুমন শেখকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেম- ভালোবাসার সম্পর্ক ছিলো। যার তথ্য প্রমাণ রয়েছে।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *