নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম: করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বগুড়ার নন্দীগ্রামে মুদিখানা ও কীটনাশকের দোকান খোলা রাখার সময় নির্ধারণ করে দিয়েছে প্রসাশন। গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, প্রতিদিন উপজেলার সকল মুদিখানা ও কীটনাশকের দোকানপাট সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি উপজেলার সকল হাট বন্ধ থাকবে। তবে ঔষধের দোকান খোলা থাকবে। নন্দীগ্রামে সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে।
