নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপুজা উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নন্দীগ্রাম থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শারমিন আকতার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দূর্গাপুজা মন্ডপ কমিটির সভাপতি/সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানিয়েছেন, উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ৪৫টি দূর্গাপুজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।