নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে দুই দফায় এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। থানায় অভিযোগ হলেও চুরি হয়ে যাওয়া গরুগুলো আজও উদ্ধার হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের শহরকুড়ি গ্রামের মৃত আকবর আলীর ছেলে লুৎফর রহমানের বাড়ির গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য হবে ২ লাখ টাকা। এর পূর্বেও তার বাড়ির গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কৃষক লুৎফর রহমান অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে।
২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল এ তথ্য নিশ্চিত করে জানান, গরু চুরি ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানা সূত্রে জানা গেছে, গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। থানা পুলিশ গরু উদ্ধারসহ গরু চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …