সোমবার , ফেব্রুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে দুই ট্রাক ওভারটেকিং করতে গিয়ে হেলপার নিহত

নন্দীগ্রামে দুই ট্রাক ওভারটেকিং করতে গিয়ে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রম,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতিতে দুই ট্রাক ওভারটেকিং করার সময় সংঘর্ষে রাজু আহমেদ (৫০) নামের এক হেলপার নিহত হয়েছে। নিহত রাজু আহমেদ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এদূর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকিং করার চেষ্টা করছিলো। সেসময় পিছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পিছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, চালকের বেপরোয়া ড্রাইভিং এবং সড়কে ওভারটেকিং করার অসতর্কতাই এই দূর্ঘটনার মূল কারণ। দূর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাক দুইটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আরও দেখুন

এনএসআই কর্মকর্তার বয়স ১৯! অবশেষে আটক

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,মাত্র ১৯ বছর বয়স তার। তাও এখনও ১ মাস বাকী রয়েছে। অথচ ন্যাশনাল …