মঙ্গলবার , এপ্রিল ১৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ তোতার সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের কীটতত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম সারোয়ার। প্রধান অলোচকের বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. গোলাম রব্বানী। প্রধান পৃষ্টপোষকের বক্তব্য রাখেন দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি: ইফতিয়ার ইসান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল রহমান, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক  মেরাজ মোহাম্মাদ নবী-উল ইসলাম, ধুন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খাতুন ও নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফুল ইসলাম।

দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের এই বৃত্তি পরীক্ষায় নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মেধা যাচাইয়ের পর শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট, বই ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি হয়। 

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রæতি ব্যক্ত করেছে।

আরও দেখুন

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *