নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে ৭ জন গ্রেপ্তার হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫ টা ২০ মিনিটে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার হাটলাল গ্রামের শ্যামাচরণ রবিদাসের মেয়ে শ্রীমতি রবিদাসী ওরফে রিমতি (৫২) কে ৪০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করে। এরপর সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে থানা পুলিশের আরেকটি মাদকবিরোধী অভিযানে উপজেলার দারিয়াপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে আরমান হোসেন (২০) কে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এছাড়াও থানা পুলিশ উপজেলার ভাগবজর গ্রামের আফজাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম, দামগাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম, বুড়ইল গ্রামের পান্নু মিয়ার ছেলে ফরিদ উদ্দিন, বীরপলি গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রহমান ও দাঁতমানিকা গ্রামের মজের আলীর ছেলে সবুজ হোসেনকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।
থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …