নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। বুধবার বিকেলে তিনি উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের চালা গ্রামে স্থান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘‘ক” শ্রেণির পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণের প্রস্তুতি চলছে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে তৃতীয় পর্যায়ে গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণের স্থান পরিদর্শন
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …