শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে তিন ফসলি জমিতে পুকুর খনন করার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা

নন্দীগ্রামে তিন ফসলি জমিতে পুকুর খনন করার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা

 

নিজস্ব প্রতিনিধি, বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন করার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তিন ফসলি জমিতে পুকুর খনন করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক আব্দুস সাত্তারকে ৫০ হাজার টাকা ও ভেকু চালক রিন্টু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

একইদিন বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামে অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন করার অভিযোগে একই আইনে ভেকু চালক আজিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
সেসময় জমির মালিক ও মাটি পরিবহণ কাজে ব্যবহৃত ট্রাক চালকরা পালিয়ে যায়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, অবৈধভাবে যারা পুকুর খনন করছে তাদের জেল ও জরিমানা করা হচ্ছে। তিন ফসলি জমি রক্ষায় এ অভিযান চলমান থাকবে।

আরও দেখুন

নর্থ বেঙ্গল চিনিকলে আখ মাড়াই ও চিনি উৎপাদন

১২ ঘন্টা বন্ধ নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,লালপুর,নাটোর,১৬ নভেম্বর:নাটোরের লালপুর উপজেলার গোপালপুর চিনিকলে আখ মাড়াই চালুর …