মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ডোবা থেকে কিশোরী বধুর মরদেহ উদ্ধার

নন্দীগ্রামে ডোবা থেকে কিশোরী বধুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে ডোবা থেকে ফাতেমা আকতার (১৭) নামের এক কিশোরী বধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরী বধু ফাতেমা উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের রমজান আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, ৬ই মে সকালে বাড়ির পাশে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাতেমা আকতারের প্রায় ২ বছর পূর্বে দুপচাঁচিয়া উপজেলার আল-আমিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাবার বাড়িতেই সে স্বামীকে নিয়ে ঘর জামাই থাকতো। তাদের সংসারে ১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামী আল-আমিন দিনমুজুরির কাজ করে সংসার চালাতো। তাদের পরিবারে মাঝেমধ্যেই পারিবারিক কলহ লেগেই থাকতো। এমনকি মারপিটের ঘটনাও ঘটেছে। তার স্বামী তাকে একাধিকবার মেরে ফেলার চেষ্টা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

এমতাবস্থায় গত ৫ই মে রাতে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। সে রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও কোথাও তার সন্ধান মেলেনি। পরে ৬ই মে সকাল আনুমানিক ৯ টায় তার স্বামী কৈগাড়ী গ্রামের মজিবর রহমানের বাড়ির পিছনের ডোবাতে তার মরদেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পায় ।

পরে এলাকাবাসী এগিয়ে এসে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার মরদেহ থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের সাথে কথা বললে তিনি বলেছে, নিহত ফাতেমা আকতারের স্বামী আল-আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্ততি চলছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …