নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১ টারদিকে নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের ঢাকইর ব্রীজের পূর্বপার্শ্বে চাকলমা গামী পাকা রাস্তায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে থানার এসআই নুর আলম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের ২ সদস্যকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সেফায়েতপুর গ্রামের জাবেদ আলীর ছেলে আনছারুল ইসলাম (৩৫) ও কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামের জামাল হোসেনের ছেলে মনির হোসেন (২০)। এদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতির আলামত উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) থানা পুলিশ আটককৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
আরও দেখুন
সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …