সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, বুধবার দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার সিংজানি মোড়ে বগুড়া-নাটোর মহাসড়কে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। এ বিষয়টি গোপনে জানতে পেরে থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই ফারুক হোসেন পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো কাহালু উপজেলার শিথলাই গ্রামের ছহির উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) নন্দীগ্রাম উপজেলার আইলপুনিয়া গ্রামের সামিউল ইসলামের ছেলে নাজমুল হোসেন (২২) ফোকপাল গ্রামের আহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ (২৩) ও ঢাকইর গ্রামের মহসিন আলীর ছেলে মানিক মিয়া (৩০)।

তাদের নিকট থেকে ১টি হাসুয়া, ১টি ধারালো চাকু, ১টি দা ও ১টি করাত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …