বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নূর ইসলাম রকি (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সে উপজেলার ভাটরা ইউনিয়নের শশীনগর গ্রামের আব্দুস সালামের ছেলে। নিহত নূর ইসলাম রকি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিলো।
রবিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে কুমিড়া পন্ডিতপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে সে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে কুমিড়া পন্ডিতপুকুর বাজারে ওই মোটরসাইকেলের পিছনে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা নূর ইসলাম রকি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।

বিষয়টি নিশ্চিত করেন ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …