নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে আব্দুর রহিম (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের চন্ডিপুর মাঠ থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের মকবুল হোসেনের ছেলে। ১৪ই ডিসেম্বর দুপুর ১২টার দিকে চন্ডিপুর মাঠ থেকে তার লাশটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে আব্দুর রহিম চন্ডিপুর গেদা পাগলার মাজারে গান শুনে ও রাতের খাবার খায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। শনিবার সকালে চন্ডিপুর গ্রামের লোকজন মাঠে একটি লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের পরিবারের লোকজন মরদেহ দেখে আব্দুর রহিম বলে সনাক্ত করে। থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানিয়েছে, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …