বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত

নন্দীগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এরপর বেলা পৌনে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিহা আফরুজ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সমবায়ী লুৎফর রহমান, সাইফুল ইসলাম গোলাপ ও নুরুল ইসলাম তোতা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …