মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে জাতীয় যুব দিবস পালিত

নন্দীগ্রামে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌর সভার মেয়র আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, প্রশিক্ষিত যুবক ইসমাইল হোসেন ও হানজালা হোসেন প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …