শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম (বগুড়া) ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে এবার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সফল মৎস্য চাষি গোলাম মোস্তফা গামা প্রমুখ। সভাটি পরিচালনা করেন প্রভাষক রাব্বী হোসাইন। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …