শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

নন্দীগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) :

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচায্যের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর তানভীর হাসান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান প্রমুখ।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …