রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে জমির ধান কাটতে বাধা দেয় প্রতিপক্ষরা

নন্দীগ্রামে জমির ধান কাটতে বাধা দেয় প্রতিপক্ষরা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে জমির ধান কাটতে বাধা দেয় প্রতিপক্ষরা। ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষক। জানা গেছে, উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের কচুগাড়ি মৌজার হাল ৪৬০ দাগের ১২ শতক জমির প্রকৃত মালিক খোর্দ্দ শিমলা গ্রামের আব্দুর রহিমের ছেলে আলম হোসেন ।

আমন মৌসুমে আলম হোসেন তার ওই জমিতে আমন ধানের চাষাবাদ করে। ধান পাকার পর গত রবিবার সকাল আনুমানিক ৮ টায় আলম হোসেন তার লোকজন নিয়ে ওই জমিতে পাকা ধান কাটতে লাগে। সে সময় খোর্দ্দ শিমলা গ্রামের আব্দুল জোব্বারের ছেলে ফেরদৌস আলী তার লোকজন নিয়ে ধান কাটতে জোরপূর্বক বাধা প্রদান করে। তাদের বাধার মুখে ধান কাটা বাকি রেখে জমি থেকে উঠে আসতে হয়েছে।

এ বিষয়ে আলম হোসেন বলেন ওই জমির বৈধ মালিক আমি। যার কাগজপত্রও রয়েছে। ফেরদৌস আলী অন্যায়ভাবে আমার জমি জবরদখল করার অপচেষ্টায় আমাকে ধান কাটতে বাধা দেয়। তাদের ভয়ে আমি কাটা ধান জমি থেকে বাড়িতে আনতে পারছি না। আমি কোনো দন্ড কলহ পছন্দ করি না বলেই তাদের সাথে আমি কোনো দন্ডে যাইনি। আমি এর প্রতিকার চাই। এ বিষয়ে ফেরদৌস আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও দেখুন

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগকর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ৬ অক্টোবর ২০২৪রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় …