সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ছোট ভাইয়ের মৃত্যুর দেখে বড় ভাইয়ের মৃত্যু

নন্দীগ্রামে ছোট ভাইয়ের মৃত্যুর দেখে বড় ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ছোট ভাইয়ের মৃত্যু দেখে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটে নন্দীগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণপাড়ায়।

স্থানীয়রা জানান, ইদ্রিস আলী (৫৭) বুধবার ভোরে বুকে ব্যাথা অনুভব করছিলো। এজন্য সে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলো। পরে তার স্ত্রী তাকে খুঁজতে রাস্তায় বের হয়। কিছু দূরে গিয়ে দেখে তাঁর স্বামী রাস্তার মাঝে পড়ে আছে। তখন প্রতিবেশীদের ডাকাডাকি করে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে দেখে সে মারা গেছে। ইদ্রিস আলী নন্দীগ্রাম দক্ষিণপাড়ার হাতেম আলীর ছেলে। এই মৃত্যু দেখে ইদ্রিস আলীর চাচাতো বড় ভাই কাতেব আলীর (৫৮) মৃত্যু ঘটে। কাতেব আলী নন্দীগ্রাম দক্ষিণপাড়ার গোলাম আলীর ছেলে।

সেসময় কাতেব আলী গাভীর দুধ দোহন করতেছিলো। ইদ্রিস আলী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব রাশেদুল ইসলাম লিটনের পিতা। নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তাদের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …