সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৬ই জানুয়ারি বেলা ১১ টায় নন্দীগ্রামে ছাত্রলীগের উদ্যোগে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে ছাত্রলীগ নেতা তুহিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক মুক্তারিন সরকার, ২নং নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজমির শরিফ রিফাত, ছাত্রলীগ নেতা নূরনবী হোসেন, রবিউল আলম, মেজবাহুর মবিন, ইমরান, জিহাদ, তারা, রাহী, কাওছার, রেদওয়ান ও শাকিল প্রমুখ।

আরও দেখুন

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …