সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে চোরাই মালামাল উদ্ধারসহ ৩ জন গ্রেপ্তার

নন্দীগ্রামে চোরাই মালামাল উদ্ধারসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে চোরাই মালামাল উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের গিরেন চন্দ্র সরকারের ছেলে রতন চন্দ্র সরকারের কাথম বাজারে শ্রী রাজদ্বীপ সাইকেল স্টোর নামে একটি দোকান রয়েছে। সে দোকানে রিকশা, ভ্যান ও সাইকেলের যন্ত্রপাতি রাখে এবং বিক্রয় করে। গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে সে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন ১৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬ টার দিকে দোকান খুলে দেখে তার দোকানে রাখা ২০০ পিস বিয়ারিং, ৪ টি টায়ার, ১৩ টি টিউব, ৪০ কেজি নাট, ৮ টি হাফস, ৩০ টি টিউবওয়েলের ঝোপা, ৫০ টি বড় নাট, ১ টি ছোট ফ্যান ও ১ টি বাটন মোবাইল ফোন নেই। তখন সে বুঝতে পারে তার দোকানের ওইসব মালামাল চুরি হয়ে গেছে। পরে সে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।

এরপর ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার কাথম গ্রামের পিংকু মিয়ার ছেলে রাজু মিয়া (২৩), বুলু প্রামানিকের ছেলে রাজু আহম্মেদ (২৪) ও নন্দীগ্রাম কলেজ পাড়ার জহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৬)।

এ বিষয়ে থানায় চুরির অপরাধে মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …