সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে চেয়ারম্যান প্রার্থী রানার গণসংযোগ 

নন্দীগ্রামে চেয়ারম্যান প্রার্থী রানার গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
‘সততা আমার ভিত্তি, জনতা আমার শক্তি, সেবা আমার ইবাদত, উন্নয়ন আমার শপথ’ এই শ্লোগান নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন রানা মানুষের দ্বারে দ্বারে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৫ জুন এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনের সময় যত এগিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন রানা দিনরাত উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। এসময় তিনি বলেন, আমি জনপ্রতিনিধি না থাকতেও উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম। এখনো আমি তাদের সাথে আছি। যদি আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে তারা আরও বেশি সেবা পাবে। আশা করি উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবে। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …