নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে চাল কেলেঙ্কারি মামলার আসামিসহ ২ জন গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৭ মে উপজেলার তারাটিয়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে আনছার আলীকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে। সে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কেলেঙ্কারি মামলার আসামি।
অপরদিকে একইদিনে থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টমূলে উপজেলার দামগাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে নুরমোহাম্মদ আক্কাস আলীকে গ্রেপ্তার করে। সে নাশকতা মামলার আসামি। তার নামে থানায় ৩ টি ওয়ারেন্ট ছিলো। ১৮ মে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …