সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে চাঁদাবাজির ঘটনায় ২ জন গ্রেপ্তার

নন্দীগ্রামে চাঁদাবাজির ঘটনায় ২ জন গ্রেপ্তার

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে বাড়ি নির্মাণকাজে চাঁদাবাজির ঘটনায় ২ জন গ্রেপ্তার হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার ছোট ডেরাহার গ্রামে। জানা গেছে, সাবেক ইউপি সদস্য ছোট ডেরাহার গ্রামের আব্দুর রশিদ বাড়ি নির্মাণকাজ শুরু করলে একই গ্রামের আবু জাফরের ছেলে আতোয়ার হোসেন (৪০) ও আহম্মদ আলীর ছেলে আব্দুস সামাদ (৫৫) দলবল নিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। এরমধ্যে তিনি ৫ হাজার টাকা চাঁদা দিয়েছে। এরপর বাঁকি ২৫ হাজার টাকা চাঁদা দাবি করলে আব্দুর রশিদের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়।

এ নিয়ে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। চাঁদাবাজদের মারপিটে সোহান হোসেন (২৫) নামে এক যুবক আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে থানায় ১২ জনের নামে মামলা দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। থানার এসআই নুর আলম মামলাটি তদন্ত করছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …